ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

একুশে ফেব্রুয়ারি 

শরিফুল ইসলাম আকন্দ 

প্রকাশিত : ১১:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২২

মাতৃভাষা, মাতৃভূমি সবার মা জননী
এর চেয়ে দামী কিছু আছে আর ধরণী?

মায়ের শেখানো বুলি
সারা জীবনের হাতিয়ার।
মায়ের আবাসভূমি 
এক মহা রত্নাধার। 
   
ক্ষমতায় করে ভর বর্বর দেখায় তার বাড়
মার অসম্মান হলে কেউ দেয় না তার ছাড়
এসবের অপমানে প্রতিশোধ নেয় দিয়ে মার।
 
প্রকৃতির গড়া দুনিয়ার সকল ভাষা। 
বাঙালির বাংলা হয়নি কারো মনগড়া। 
শাসক রক্ষক নাগরিক থাকে সদা নিরাপদ 
আমাদের রক্ষক হয়ে ভক্ষক বাঁধত আপদ।
   
প্রতিবাদ সোচ্চার ভাসানী, শহীদুল্লাহ, শেরে বাংলা, বঙ্গবন্ধু, তর্কবাগীশ, গাজীউল। 
অনেকের মাঝে অলি আহাদ, মতিন, আবুল কাশেম, এনামুল, শামসুল। 
 
জনদাবি না মানলেই জন আন্দোলন খুব সাধারণ।
অথচ নুরুল আমিনের চলে নির্বিচারে গুলিবর্ষণ।
রফিক, সালাম, জব্বার, বরকত, অহি, আউয়াল,
শফিউরদের ঝড়ে অকালে জীবন। 
 
ভাষার লাগি জীবন বিলি দেয়নি কোন জাতি তবে বাঙালি।
স্মরণীয় সেই দিনটি বায়ান্নেরই একুশে ফেব্রুয়ারি। 
ইউনেস্কো দিলো দিনটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি